আমার গান যেন মানুষের মুখে মুখে থাকে: ঝিলিক

পেশাগতভাবে সংগীতে ১৪ বছর পার করেছেন চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিলিক। সেরাকণ্ঠ-চ্যানেল আই প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এরপর থেকে নিয়মিত স্টেজ, অডিও এবং সিনেমায় কাজ করে যাচ্ছেন।

এই সময়ে শ্রোতা, সহকর্মী থেকে শুরু করে সংগীতের কিংবদন্তিদের আশীর্বাদ ও সান্নিধ্য অর্জন করেছেন এ গায়িকা। সম্প্রতি ঝিলিক সেরা কণ্ঠশিল্পী হিসেবে অর্জন করেছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও।

এদিকে ৪ নভেম্বর ছিল এই শিল্পীর জন্মদিন। দিনটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই পালন করেছেন। আর একদিন আগে থেকেই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে একের পর এক সারপ্রাইজ পেয়েছেন ঝিলিক। বিশেষ করে রাত ১২টার দিকে মিউজিশিয়ান ও কাছের বন্ধুরা ঝিলিকের জন্মদিনটা প্রতিবারই উদ্‌যাপন করেন। এবারো তার ব্যতিক্রম হয়নি।

নতুন গান নিয়ে এ গায়িকা বলেন, নতুন গানের কাজ করছি নিয়মিত। এরমধ্যে রঙ্গন মিউজিক থেকেই প্রায় হাফ ডজন গান তৈরি হয়ে আছে প্রকাশের জন্য। এর বাইরেও কয়েকটি গান করেছি। বেতারের জন্য সম্প্রতি বেশকিছু কাজ করলাম। আশা করছি এ গানগুলো প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

গানের শুরুটা হয়েছিল একেবারে ছোটবেলাতেই। এরপর ১৪ বছর পাড়ি দেয়া হয়েছে পেশাগতভাবে সংগীতে। এ পর্যায়ে এসে চাওয়াটা কি? ঝিলিক আত্মবিশ্বাসের সুরে বলেন, আমার চাওয়া-পাওয়া খুব অল্প, তবে স্বপ্নটা অনেক বড়। যদিও পরিকল্পনা করে কিছু করি না। কণ্ঠটাকে তৈরি রাখি, যেন সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারি।

যদিও চাইতে দোষ নেই। চাওয়া হলো ভালো গান যেন করে যেতে পারি সারা জীবন। আর আমার গান মানুষের মুখে মুখে যেন থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *