উপসচিব পদে বড় পদোন্নতি দিয়েছে সরকার। ২৫৯ জনকে পদোন্নতি দিয়ে আজ মঙ্গলবার (১ নভেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে নিয়মিত ব্যাচ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮২ জন। বাকিরা অন্যান্য ক্যাডারের কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসনের ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে দেখা গেছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১০ জন বিদেশে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত। বাকি ২৪৯ জন দেশে বিভিন্ন দপ্তর সংস্থায় কর্মরত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন।
তবে বৈদেশিক ভাতা এবং বিনোদন ভাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রেযোজ্য হবে।