শান্ত কেন যুবলীগে আমি জানি না: পার্থ

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কমিটিতে ছোট ভাই আশিকুর রহমান শান্তর স্থান পাওয়া নিয়ে কিছু বলতে চান না আলোচিত রাজনীতিক আন্দালিব রহমান পার্থ।

 

শান্ত যুবলীগের নির্বাহী কমিটির সদস্য হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পার্থ এক অনলাইন নিউজ পোর্টালকে বলেন, ‘এটা তো আপনি ওর (শান্ত) সঙ্গে কথা বলে, ওকে জিজ্ঞেস করবেন। এ বিষয়ে ওই ভালো বলতে পারবে। এটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন?’

 

সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগের কট্টর সমালোচকদের একজন। বিএনপি-জামায়াত জোটের হয়ে তিনি দুটি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ভোলা-১ আসন থেকে জিতেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে হেরেছেন।

 

ওই নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলার পর বিএনপি ও তার জোটের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয়ায় হতাশ হয়ে জোট ছেড়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি পার্থ। এরপর থেকে রাজনীতি দৃশ্যমান তৎপরতা নেই।

 

পার্থর মতো শান্তও প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ২০০৮ সালে। ধানের শীষ প্রতীক নিয়ে ভোলা-২ আসনে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের সঙ্গে লড়াই করে হেরে যান।

 

পার্থর মতো শান্তও বিজেপির নেতা ছিলেন। তবে ২০১৩ সালে তিনি দলটি ছেড়ে যান। এরপর থেকে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তিনি।

 

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে শান্ত নৌকা প্রতীকে ভোট করতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টাও করছিলেন।

 

পার্থ জানান, তার ভাইয়ের যুবলীগের পদ পাওয়ার বিষয়টি তিনি জানতেন না। এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘শান্ত ৯ বছর আগে বিজেপি থেকে চলে গেছে।

 

‘শান্ত অনেক দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আপনি এটা জানেন না?’- পাল্টা প্রশ্ন ছোড়েন পার্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *