হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আগামী ২৪ অক্টোবর এই নায়িকার জন্মদিন। আর তার জন্মদিন ঘিরে থাকে বিশেষ আয়োজন ও চমক। প্রতি বছর একেক রঙের থিম ব্যবহার করে থাকেন পরী। আর আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনেই জন্মদিনের অনুষ্ঠানে আসেন। এবারও এর ব্যতিক্রম হবে না।
পরীমনির এবারের ড্রেসকোড সাদা। যা জন্মদিনের আগেই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানাবেন তিনি। আর এবারের আয়োজনে চমক থাকছে বিগত বছরগুলোর তুলনায় বেশি- এমনটাই জানালেন পরী।
এই চিত্রনায়িকার ভাষ্য, ‘জন্মদিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে। কেন শুধু শুধু এ দিনটি মিস করব। জন্মদিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এবারের জন্মদিনটা আমার কাছে বিশেষ। কারণ, এবার আমি আর আমার নানু নয়, সঙ্গে আছে জীবনের গুরুত্বপূর্ণ দুজন- রাজ (স্বামী শরিফুল রাজ) ও রাজ্য (ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য)।’
পরীমনি আরও বলেন, ‘আমরা এখন চারজন হয়েছি। নানু, রাজ, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সবার ভালোবাসা-আশীর্বাদ চাই।’
ড্রেসকোড প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘রঙ বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ নেই। ভালোলাগা থেকে রঙ বেছে নিই। সেই রঙ অনুযায়ী আমন্ত্রিতদের বলি। আমিও সেই রঙের কাপড় পরি। এটা শুধুই ভালো লাগার জায়গা থেকে। এবার সাদা থাকবে। সেই সঙ্গে থাকবে জল রঙের সমন্বয়।’
তবে জন্মদিনের আয়োজন কোথায় বসবে সে ব্যাপারে এখনই জানাতে রাজি হননি ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
এরপর গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের পিতা-মাতা হন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তারপর থেকে সন্তান রাজ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন নায়িকা।