শুভর নতুন সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন শাকিব খান

বিনোদন ডেস্ক- ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে গতকাল একযোগে একই দিনে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বছরের বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’।

 

মুক্তির প্রথম দিনে দর্শকের মাঝে প্রাণ সঞ্চার করেছে সিনেমাটি। অন্তর্জালে চোখ রাখলে সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দেশের ৫০ সিনেমা হলে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় মুক্তি পেয়েছে।

 

এদিকে ‘মিশন এক্সট্রিম’-এর সাফল্যের জন্য সিনেমা জগতের প্রায় সবাই সরব হয়েছেন। শুভকামনা জানিয়েছেন দেশসেরা তারকারাও। ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা শাকিব খান সাধারণত তেমন কারোর সিনেমার প্রচারণায় অংশ নেন না। তবে ‘মিশন এক্সট্রিম’-এর জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি শাকিব তাঁর ভক্তদের সিনেমাটি দেখার আমন্ত্রণও জানিয়েছেন।

 

গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এরপর ১৪ নভেম্বর নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবং ৪ ডিসেম্বর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড মঞ্চে দাড়িয়ে শাকিব বলেন, “এখন তো আমাদের সিনেমা ফলাও করে আমেরিকায় রিলিজ হচ্ছে, কানাডায় রিলিজ হচ্ছে, অস্ট্রেলিয়ায় রিলিজ হচ্ছে…। এখানে একটা সিনেমা রিলিজ হয়েছে, চলছে ‘মিশন এক্সট্রিম’। সবাইকে সিনেমাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কারণ, আমি সব সময় চাই—শুধু আমার (সিনেমা) নয়, যারা কাজের মাধ্যমে বাংলাদেশের সিনেমাকে বিশ্ব দরবারে নেওয়ার চেষ্টা করছে, সবাইকে আমি সাপোর্ট করি।”

 

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ। এ ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

 

সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *