কাতার স্টেডিয়ামের সৌন্দর্য্য দেখে ‘বাকরুদ্ধ’ ফিফা প্রধান

স্পোর্টস ডেস্ক- আগের যেকোনো আসরের তুলনায় ২০২২ ফুটবল বিশ্বকাপ বেশি আকর্ষণীয় হবে। এমনটাই মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। কাতারে বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে গিয়ে মুগ্ধ তিনি।

 

এ সপ্তাহে কাতার সফরকালে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আল বাইত স্টেডিয়াম পরিদর্শন করেন ৫০ বছর বয়সী ইনফান্তিনো। স্থানীয় আয়োজকদের সঙ্গে বৈঠকের আগে ‘সেভেন-এ- সাইড’ একটি ম্যাচও খেলেন ফিফা প্রধান। বুধবার ফিফার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আল বাইত স্টেডিয়াম নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি।

 

“আল বাইত স্টেডিয়ামটি অবিশ্বাস্য সুন্দর; সত্যিকারের একটি ফুটবল স্টেডিয়াম। এতে সত্যিকারের ফুটবল ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া আছে। এর উপরিতলের অংশটা অনন্য আর ছাদের অ্যারাবিক ছাঁচগুলো সত্যিই খুব সুন্দর। আমি ভাষা খুঁজে পাচ্ছি না।”

 

বিবৃতিতে বলা হয়েছে, স্টেডিয়ামটি নির্মাণের শেষ পর্যায়ে আছে। ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের ম্যাচ, একটি করে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল হবে এই মাঠে। টুর্নামেন্টটি মোট আটটি স্টেডিয়ামে হবে, এর তিনটি পুরোপুরি প্রস্তুত।

 

তিনি বলেন, “গত ছয় মাসে বিশ্ব যেখানে থমকে আছে, সেখানে কাতার কাজগুলো এগিয়ে নিতে সক্ষম হয়েছে। অবকাঠামোগত প্রস্তুতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে… টুর্নামেন্ট সামনে রেখে কাতারের অগ্রগতিতে আমি খুব খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *