সর্বশেষ সংবাদ

ট্রেন-লঞ্চ বন্ধের সিদ্ধান্ত আজই

নজর২৪, ঢাকা- করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে এর পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে।

 

এই সময়ে ৭ জেলায় পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে ট্রেন ও লঞ্চের ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে সোমবারই জরুরি মিটিংয়ের পর সিদ্ধান্ত জানানো হবে।

 

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী বলেন, ‘বিষয়টি নিয়ে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। মন্ত্রী, মহাপরিচালক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কথা বলবেন। এছাড়া প্রজ্ঞাপনে কী বলা আছে সেটাও দেখা হবে।

 

‘এই মিটিংয়ে যদি সিদ্ধান্ত হয় তাহলে ট্রেন চালু থাকবে। আর যদি বন্ধের সিদ্ধান্ত আসে সেটি জানানো হবে।’

 

লঞ্চ চলাচল নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর খান বিকেলে বলেন, ‘ক্যাবিনেট থেকে দেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। তবে, ক্যাবিনেট থেকে এখনো মন্ত্রণালয়ে নথি পৌঁছায়নি। নথি পাওয়ার পরই সিদ্ধান্ত জানানো হবে।’

আরও পড়ুন

শাকিব খান এখনো আমার স্বামী: বুবলী

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী সবসময় আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে। এবার একটি বেসরকারি চ্যানেলকে পারিবারিক অনকে কথাই বললেন অকপটেই। বর্তমানে শাকিব-বুবলীর সম্পর্ক দা কুমড়ার...

শরিফুল রাজ মরে গেলেও দেখতে যাব না: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বর্তমানে তিনি ‘ফেলু বক্সী’ সিনেমার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। মূলত এই সিনেমার মাধ্যমে কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক...

সেরা পঠিত