নজর টোয়েন্টিফোর ডেস্ক- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলী শেখকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর আহতের ঘটনায় নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনের নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে চার আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীন।
পরে তিনি বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও তার বাসভবনের নিরাপত্তায় চার জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একজন পিসি, বাকি তিনজন আনসার সদস্য। তাদের মধ্যে দুই জনকে পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল ও ৪০ রাউন্ড গুলি দেওয়া হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তা দিবেন।