নজর২৪, ঢাকা- অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার ভোররাতে রাজধানীর গোপীবাগের দ্বিতীয় লেনের বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইশরাকের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ।
তিনি বলেন, ভোররাত ৩টার দিকে গোপীবাগের দ্বিতীয় লেনের বাসভবনে হামলা করা হয়েছে। হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাঙচুর ও বাসভনের সামনের পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলেন। তারা বাসভবন লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।
জানা গেছে, হামলার সময় বাসায় তেমন কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
জানতে চাইলে সুজন মাহমুদ বলেন, হামলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না। একজন কেয়ার টেকার ছিলেন। তিনি ধারণা করছেন, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালাতে পারে। তবে হামলা কেন চালানো হয়েছে সে বিষয়টি তারা বলতে পারেননি।
ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়রপ্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান। এরপর নানা সামাজিক কাজে তাকে মাঠে দেখা যায়। করোনাকালেও দক্ষিণ সিটি এলাকার বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র মানুষকে নিয়মিত ত্রাণ সামগ্রী দেন ইশরাক হোসেন।
