দেশজুড়ে এখন শীত বয়ে যাচ্ছে। দেশের কোনো কোনো অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। তবে গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম। সপ্তাহ শেষে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম হলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পরবর্তী তিন দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন পূর্বাভাসে মঙ্গলবার ও বুধবারের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। তবে আপাতত দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শীতের শুষ্ক বাতাস সারা দেশে ছড়াতে পারছে না। ফলে আপাতত শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীতের অনুভূতি ২৬ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে। এরপর শীত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সোমবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দুদিন যথাক্রমে ১০ ডিগ্রি ও ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় এখনো সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে গতকাল দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
