ছাত্রলীগই যথেষ্ট, বললেন মাহিয়া মাহি

আপাতত অভিনয়ে কম দেখা গেলেও রাজনীতির মাঠে বেশ সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাঝে মধ্যেই সশরীরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন তিনি। তেমনই সোমবার (০৬ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের এক সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন এ অভিনেত্রী।

সেখান বিএনপির সমালোচনা করে এই চিত্রনায়িকা বলেন, ‘বর্তমান বিএনপি দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়ন বঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল–অবরোধের নামে আগুন সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন-সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরাই যথেষ্ট।’

মাহি আরও বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ ঘুরেছি। কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। মানুষ এখন বুঝতে শিখেছে, তারা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ।

‘ফলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে সহযোগিতা করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *