ট্রলের শিকার হয়েও শাকিব খান ভেঙে পড়েনি: অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বেশকিছু ব্যবসাসফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। মাঝে তাদের প্রেম বিয়ে ও সাংসার নিয়ে সম্পর্কে চির ধরে। এর মাঝে ঢুকে যায় বুবলী। তবে ব্যক্তিগত জীবন সরিয়ে সিনেমায় মনোযোগী হয়েছেন তারা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে আজকের অপু বিশ্বাস হওয়ার পেছনে শাকিব খানের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা। চলচ্চিত্রে শাকিব খানের সফলতা নিয়েও কথা বলেন ঢালিউড কুইন।

তার কথায়, ‘একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো-আর্টিস্ট। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গেই হয়েছে। তাকে আমি অভিনন্দন জানাব।’

অপু বিশ্বাস বলেন, ‘আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি, এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে তার অন্য ধরণের স্বপ্ন সবসময়ই লালন করে। তার মতে, চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তা হলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারি। অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে; ভালো-মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও শাকিব ভেঙে পড়েনি। এটাসহ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

শাকিব খান-অপু বিশ্বাস ৮০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ারে শাকিব খানের অনেক ভূমিকা রয়েছে।

অপু বিশ্বাসের কথায়, ‘শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। একবাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *