মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তির সবকিছু ঠিক করা ছিল আগে থেকেই। বাকি ছিল আনুষ্ঠানিকতা সারার। সেটিও সম্পন্ন করেছেন বিশ্বজয়ী মহাতারকা। দুই বছরের চুক্তিতে মিয়ামির জার্সিতে মাঠ মাতাবেন মেসি।
যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামি শনিবার মধ্যরাতে মেসির চুক্তির বিষয়টি জানিয়েছে। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন আর্জেন্টিনার ৩৬ বর্ষী অধিনায়ক।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি।
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে পেতে সৌদি প্রো লিগের ক্লাব আল হেলাল দিয়েছিল লোভনীয় প্রস্তাবও। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত জুনে মেসি জানান, আমেরিকায় পাড়ি জমাতে যাচ্ছেন তিনি।
চুক্তি সম্পন্ন হওয়ার পর মেসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ও ইন্টার মায়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা দারুণ একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলা চালিয়ে যাব।’
আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হবে এলএমটেনের। নতুন এই ঠিকানায় মেসি ফিরেছেন চিরচেনা ১০ নম্বর জার্সিতে।