সর্বশেষ সংবাদ

নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে: শাকিব খান

কোরবানি ঈদের ব্যবসা সফল ছবির তালিকায় ইতিমধ্যে নাম উঠেছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার। সিনেমাটি দেখতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান। আর সেখানে গিয়ে এই সুপাস্টার জানিয়েছেন তিনি নিজের ঢোল নিজে পেটান না।

রবিবার (৯ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শাকিব খান একিট পোস্ট দেন।

ওই স্ট্যাটাসে শাকিব নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে – আমি না!

এমন লেখার সঙ্গে চোখ টিপ দেয়া একটি ইমোজি জুরে দিয়েছেন অভিনেতা। যা দেখে অনেক নেটিজেনরাই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে কাউকে উত্তর দিয়েছেন শাকিব।

সম্ভবত যারা নিজের ঢোল নিজে পেটায় কিংবা নিজের সিনেমাকে বড় করে বেশি বেশি প্রচার করে তাদের উদ্দেশে এমন মন্তব্য শাকিবের। এর অবশ্য কারণও জোরালো। কোনো সিনেমা ভালো না খারাপ তা সিদ্ধান্ত নেবে দর্শক। নিজেকে গলা ফাটিয়ে কেন তা বলতে হবে এমনই মনে করেন ঢালিউডের ‘ নাম্বার ওয়ান খ্যাত’ শাকিব খান।

শাকিবের স্ট্যাটাসে শাকিব আরও জানিয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার কিছু তথ্য। লিখেছেন, ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ডওয়াইড ১৫২টির বেশী থিয়েটারে মহাসমারোহে চলছে প্রিয়তমা। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ উপভোগ করুন।

শাকিবের এমন তথ্যে খুশি শাকিবিয়ানরা। কারণ পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ উপভোগ করার আহ্বান জানিয়েছেন স্বয়ং সিনেমার নায়ক।

শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটিতে অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ প্রমুখ।

আরশাদ আদনানের প্রযোজনায় প্রিয়তমা সিনেমার কাহিনীকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

আরও পড়ুন

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন...

সেরা পঠিত