সর্বশেষ সংবাদ

‘সুড়ঙ্গ’ দেখতে এসে শাকিব খানের প্রশংসায় মাহিয়া মাহি

ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জার সিনেমা ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। গত শনিবার সন্ধ্যায় ছিল এই সিনেমার বিশেষ শো। যেখানে হাজির হন অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আয়োজনে ‘সুড়ঙ্গ’ দেখতে এসে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করলেন তিনি।

মাহির ভাষ্য, ‘ঈদের ছবিগুলো দারুণ হয়েছে। বিশেষ করে “প্রিয়তমা”। গল্প ও নির্মাণ অবাক হওয়ার মতো। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি যে “ঈশ্বর” শিরোমানে গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।’

সিনেমার বিশেষ শোতে মাহি কথা বলেছেন নিশো-তমার ‘সুড়ঙ্গ’ নিয়েও। এসময় তিনি প্রশংসা করেন নিশোর সিনেমা নিয়েও। সঙ্গে যোগ করে বলেন, ‘ব্যক্তিগত কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর “সুরঙ্গ” দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরছি।’

মাহি আরও বলেন, ‘সন্তান হওয়ার পর আমার সবকিছু পাল্টে গেছে। জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। আগের লাইফটা আগের মতো উপভোগ করতাম, এখনকার লাইফ এখনকার মতো উপভোগ করি। নতুন জীবনে নিজেকে মানিয়ে নিয়েছি।’

প্রসঙ্গত, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাতে সায় দেয়নি দল।

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত