ঈদুল আজহার জন্য নির্মিত বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবার উপস্থাপনা করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার সঙ্গে চিত্রনায়ক ফেরদৌসও থাকছেন। প্রথম একসঙ্গে এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলে তারা উভয় নিশ্চিত করেছেন।
রামপুরায় বিটিভি মিলনায়তনে ঈদ আনন্দমেলার শুটিংয়ে অংশ নিয়েছেনু চলচ্চিত্র, সংগীত, নৃত্য ও টিভি নাটকের শিল্পীরা। সোমবার গভীর রাত পর্যন্ত চলে এর দৃশ্যধারণ।
উপস্থাপনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ঈদ আনন্দমেলার মাধ্যমে দেশের মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা থাকে বিটিভির। এ কারণে অনুষ্ঠানটি নিয়ে দর্শকের প্রত্যাশার চাপও বেশি থাকে। চেষ্টা করেছি, নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করতে। আমি যদি ভুল করে না থাকি, অপুর এটাই প্রথম উপস্থাপনা। আনন্দমেলার মতো বড় পরিসরের অনুষ্ঠান দিয়ে উপস্থাপনায় তাঁর যাত্রা শুরু হলো। নতুন হিসেবে যথেষ্ট ভালো করেছে সে। যে ভালো অভিনয় করতে পারে তাঁর জন্য উপস্থাপনা খুব সহজ। শ্রম দিয়ে কাজটি করেছে অপু। বৈচিত্য্য়ময় আয়োজন দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সব মিলিয়ে ভালো একটি অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছেন দর্শক।
অপু বিশ্বাস বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্যরকম আয়োজন। দর্শকরা মুখিয়ে থাকেন এ অনুষ্ঠানেরজন্য। নানা কিছু সমাহার ঘটে এতে। এর আগে নাচ করেছি আনন্দমেলায়। এবার এই আয়োজনে কথায় কথায় দেশের বরেণ্যে তারকাদের স্মরণ করেছি আমি। যা আমার জন্য বেশি আনন্দের ছিল। এটা আসলে উপস্থাপনা না তবে আবার উপস্থাপনার মতই কিছু একটা। অমুক আসছেন, তমুক আসছেন সে টাইপের কোনো বিষয় ছিল না অনুষ্ঠানে। আমি নাটকীয়ভাবে উপস্থাপক হিসেবে হাজির হয়েছি স্ক্রিনে। এতে আমার ভূমিকা কেমন তা জানতে হলে বিটিভির পর্দায় চোখ রাখতে হবে।’
৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। উপস্থাপনা ছাড়াও ফেরদৌস ও অপু ষড়ঋতুর গান নিয়ে একটি কোলাজ পরিবেশনায় অংশ নিয়েছেন অনুষ্ঠানে।