চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা নিয়ে জায়েদ খান ও নিপুনের দ্বন্দ্বের সূত্রপাত। এটি এফডিসির গণ্ডি ছাড়িয়ে আদালত পর্যন্ত গড়ায়। আদালতের মাধ্যমে নিপুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
তবে এক বছরের বেশি সময় হলেও এখনও নিপুনকে মেনে নেননি জায়েদ খান। একে অপরের মধ্যে খোঁচা দিয়ে কথা বলা বন্ধ হয়নি তাদের। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিপুণ। সেখানে তিনি মন্তব্য করেন ‘জায়েদ খান বাংলাদেশকে ডুবাইছে’।
সোমবার (১৯ জুন) জাতীয় ফিল্ম আর্কাইভের মিলনায়তনে সোহেল রানার ছেলের নির্মিত ‘গোয়িং হোম’ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এখানেই আমন্ত্রিত ছিলেন নিপুণ।
এসময় কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। সে সময় অন্যদিকে যাচ্ছিলেন অভিনেত্রী। প্রশ্ন শুনে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সব অনুষ্ঠানে নিপুণ যান না কেন এমন একটি প্রশ্ন একজন সংবাদকর্মী করেন। তার উত্তর দিতে গিয়ে বলেন, ‘রোজিনা ম্যাডাম ও জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি।
কারণ ওই ওরা ওই (জায়েদ খান) প্যানেলের। উনারা আমাকে পছন্দ করেন না, স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেন না।’
এরপর নিপুণ প্রশ্নের উত্তর দিতে থাকেন। ফ্রান্সের কান উৎসবে যোগ দিতে না পারার বিষয়ে সরাসরি জায়েদ খানকে দায়ী করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই, এটা প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন, আমি উত্তর দেব।’
একসময় নিপুণ বলেন, ‘এই কোশ্চেনটা করবেন আপনারা আমাকে। ও যে বাংলাদেশকে ডুবাইছে। এত বড় আয়োজন, জিও থাকার কারণও, প্রধানমন্ত্রীর সাইন থাকার পরেও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।’