সর্বশেষ সংবাদ

এখন আর জামাই খুঁজতে হবে না, জামাই আমাকে খুঁজবে: জেবা জান্নাত

অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে আগামী ২০ জুন থেকে নিষিদ্ধ করেছে সংগঠনটি।

অথচ উল্টো সুরে বললেন জেবা। জানালেন, রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল জেবা জান্নাতকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই তার পেছনে লেগেছেন তারা।

জেবা এও জানালেন, এ ঘটনা এক বছর আগের। এখন সামনে আনার উদ্দেশ্যও তিনি বুঝতে পারছেন না।

এ ঘটনা নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই সাংবাদিকদের উদ্দেশে এক ভিডিওবার্তা দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন, সংবাদে তার সুন্দর ছবি প্রচারের জন্য।

ভিডিও বার্তায় জেবা বলেন, ‘হ্যালো আমার নিউজ প্রেজেন্টারস। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কারণ অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন আপনারা। আমি নিজেও জানতাম না, আমার ফেসবুকে ওয়ালে এত ছবি আছে। এখন মনে হয় আমার পরিবারের কাউকে আমার জন্য জামাই খুঁজতে হবে না, জামাই আমাকে খুঁজবে।’

উল্লেখ্য, প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টক শোতে প্রথমবার হাজির হয়েছিলেন অভিনেত্রী জেবা জান্নাত। এরপর টিকটক করে পরিচিতি পান। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে দেখা গেছে তাকে।

আরও পড়ুন

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

শিক্ষাগত যোগ্যতা নিয়ে শাকিবকে টিটকারি! মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ খান

কয়েকদিন ধরেই ঢালিউডে আলোচনার কেন্দ্রে ছিলেন শাকিব খান এবং জায়েদ খান। নিজেকে শাকিবের থেকে বেশি শিক্ষিত বলে দাবি করেছিলেন জায়েদ। এরপরেই ফুঁসে ওঠেন শাকিব...

সেরা পঠিত