বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় ‘বিশ্ব বাবা দিবস’। এ হিসেবে বিশ্বব্যাপী আজ পালন হচ্ছে দিবসটি। এ দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশসহ প্রায় সব দেশেই উদ্যাপন করা হয়। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই যার শুরু।
বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবনত হয়ে সামাজিকমাধ্যমে বিভিন্ন ভালবাসা আর আবেগের কথা লিখছেন অনেকেই। সেই তালিকার রয়েছেন ঢালিউডের গ্লামার গার্ল পরীমণি। তবে এই নায়িকা তার বাবা নয়, তিনি লিখেন তার সন্তানের বাবাকে উদ্দেশ্য করে। নাম না নিলেও তিনি যে আকারে ইঙ্গিতে শরিফুল রাজকে বলেছেন তা স্পষ্ট।
সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য পরীমণির দেয়া স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।’
উল্লেখ্য, রাজ-পরীর সম্পর্কের অবনতি হয়েছে বেশ কিছু দিন হলো। দুজনে সাফ জানিয়ে দিয়েছেন, আর সংসার করবেন না। তবে একমাত্র সন্তান রাজ্য’র জন্য কিছু দিন আগেও একত্র হয়েছেন। মিলেমিশে ছেলের দশ মাস উদযাপন করেছেন। তবে পরক্ষণেই জানা যায়, সেটা স্রেফ মুহূর্তের মিলন ছিল।
ছর দেড়েকের সংসার জীবনে অনানুষ্ঠানিক ইতি টেনেছেন তারা। প্রায় মাস ঘনালো, রাজ-পরী একসঙ্গে থাকেন না। এর মাঝে অন্য অভিনেত্রীদের সঙ্গে রাজের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি-ভিডিও ফাঁস হয়। ফলে পরীর সঙ্গে তার দূরত্বের পাহাড় আরও বেশি পোক্ত ও বড় হয়ে ওঠে।