বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞার খবর সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই বছর চলার মধ্যে নতুন নিষেধাজ্ঞা আসছে বলে ক‘দিন আগে দেশের একটি সংবাদপত্র খবর দেয়।
তা নিয়ে সোমবার (২২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আই ডোন্ট নো, কালবেলা একটা রিপোর্ট দিয়েছে। উই হ্যাভ নো আইডিয়া অফ ইট (এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই)। আমরা জানি না, তবে এখানে মিথ্যা দিয়েছে।
‘মিথ্যা তথ্যটা হলো এটা একটু ডিমিনিং (মর্যাদাহানিকর) আমাদের দেশের সরকারকে। সেখানে মিথ্যা তথ্য বলেছে যে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মানে আমি এই মন্ত্রী হওয়ার আগে চায়নিজ একটা লবি, চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। সো আই থট, ইউ নো, এই মিথ্যাটা বলা উচিত?’
মন্ত্রী বলেন, ‘আমি কোনো দিন কোনো চায়নিজ কোম্পানিতেও কাজ করিনি…বরং বলতে পারেন যে আমি সারা জীবনেই আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি।
‘…তারা নিশ্চয়ই জেনেশুনে এই মিথ্যা এবং বানোয়াট একটা তথ্য দিয়েছে। আর (নিষেধাজ্ঞা) হবে কি না, সেটা আমরা জানি না। আমাদের বলে-কয়ে তো কেউ কোনো দিন কিছু করে না, তবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী কালকে বলেছেন যে, দেশে এই স্যাংশনের কোনো কারণই নাই, তবে এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট (নির্দিষ্ট দেশের সরকারের ওপর)। এটা (নিষেধাজ্ঞা) যদি হয়, খুব দুঃখজনক হবে।’
সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে কিছু সতর্কতা দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। দেশে আজ থেকে সাত-আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিয়েছে। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না। এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে।
তিনি আরও বলেন, আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত- সেখানে শপিংমলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।