সর্বশেষ সংবাদ

অমিতাভ রেজার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো: রুনা খান

অভিনেত্রী রুনা খান। নাটকে বরাবরই বাছ-বিচার করে অভিনয় করা এই অভিনেত্রী সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবারের মতো উপস্থাপনায় যাত্রা শুরু করলেন। এছাড়া দীর্ঘদিন পর আবারও অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।

এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। রুনা খান বলেন, দীর্ঘ ১৫ বছর পর আবারও অমিতাভ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ববাবরই ভালো। নানা কারণে মাঝে ওনার নির্দেশনায় কাজ করা হয়ে ওঠেনি। সেই জায়গা এবারের বিজ্ঞাপনটি করতে গিয়ে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। তাছাড়া তার নির্মাণ দক্ষতা নিয়েও কথা বলার সুযোগ নেই। এই বিজ্ঞাপনটিও খুবই যত্ন নিয়ে তিনি নির্মাণ করেছেন।

এর বাইরে অন্য কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন?, তিনি বলেন, এরইমধ্যে ৪টি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছি। কিন্তু এখনই সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। নির্মাণ সংশ্লিষ্টরা এ নিয়ে উপযুক্ত সময়ে কথা বলবেন। এছাড়া সম্প্রতি একটি নাটকের কাজও শেষ করলাম।

নাটকের ক্ষেত্রে বরাবরই বাছ-বিচার করে কাজ করেন। সেই জায়গা থেকে নতুন নাটকটি নিয়ে কী বলবেন? রুনা খান বলেন, দেখুন, আমি বিয়ের পর থেকেই কিন্তু কম কাজ করছি। এমনও হয়েছে বছরে একটি নাটকে আমাকে দর্শকরা দেখতে পেয়েছেন। তাছাড়া ক্যারিয়ারের এই সময়ে এসে তো সংখ্যা বাড়ানো কাজ করতে পারব না। ভালো গল্প-চরিত্র ছাড়া কাজের কোনো মানে হয় না। তবে রুবেল হাসানের ‘আউটসাইডার’ নাটকটির গল্প আমার দারুণ পছন্দ হয়। পাশাপাশি অনেদকদিন পর অপূর্বর সঙ্গে অভিনয় করলাম। অভিনয়ের ক্ষেত্রে দারুণ সহযোগিতা পরায়ণ একজন অভিনেতা অপূর্ব। সব কিছু মিলিয়ে কাজটি করা হয়েছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

আরও পড়ুন

সবার সন্তান যেন আমার মতো হয়: জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রে বেশ আলোচিত-সমালোচিত একটি নাম জায়েদ খান। নতুন কোনো চলচ্চিত্রের কাজ নিয়ে আলোচনায় না থাকলেও নানা সময় নানা মন্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে...

ভক্তদের মনের আশা মেটাবেন সামিরা মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। আজ শুক্রবার কোনো শুটিং রাখেননি । বিশ্রাম নিচ্ছেন। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বছরসহ নানা বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা...

সেরা পঠিত