ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ২০দিন পর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইব্রাহিম খলিলসহ ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর এফআইআরের নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে এ হত্যা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে এর প্রতিবাদে বুধবার (০৩ মে) সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল।
তিনি দাবী করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টোর ইন্ধনে তাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্যেশ্য প্রনোদিতভাবে এই মামলায় আসামি করা হয়েছে, বিগত ইউপি নির্বাচনে প্রার্থী থাকায় এবং তার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়েই মূলত ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
এই ঘটনায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপ কামনা করেছেন ইব্রাহিম খলিল।
এই বিষয়ে চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টোর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, খলিল ভাই আমাদের দলের লোক তার বিরুদ্ধে মামলার ঘটনায় আমি সমব্যদনা প্রকাশ করেছি, যে কোন বিষয়ে আমি খলিল ভাইকে সহযোগিতা করবো।
এআই