রাজধানীতে আজ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।
১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর গতকাল ৪০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সেই তাপমাত্রাকে ছাড়িয়ে ৪০ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর পাঁচ বছর পর ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সেই মাত্রাকে ছাড়িয়ে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. ফরমান আলী জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি।