গত জুনে এক সঙ্গে খবরের শিরোনামে এসেছিলেন দুই বন্ধু জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। শোনা গিয়েছিল, শিগগিরই নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করছেন তারা। এই আশাতে বুক বেঁধেছিলেন ভক্তরাও। কারণ, দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন স্বর্ণালি এই জুটি।
তবে তা আর হচ্ছে না আপাতত। ভেস্তে গেছে সেই পরিকল্পনা। চিত্রনাট্য অপছন্দ হওয়ায় কাজটি করছেন না মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের নির্বাহী পরিচালক শাহরিয়ার শাকিলও।
কেন কাজটি করছেন না? মাহফুজ আহমেদ বলেন, ‘কাজটি করার কথা ছিল। শেষ মুহূর্তে চিত্রনাট্য পছন্দ হয়নি। গল্প শোনার পর আমার কাছে ভালো লেগেছিল। তখন বলেছিলাম, চিত্রনাট্য পড়ে যদি ভালো লাগে তবে কাজটি করব। কিন্তু চিত্রনাট্য ভালো লাগেনি, যে কারণে ওয়েব সিরিজটি করা হয়নি।’
এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘‘প্রাথমিকভাবে ওয়েবসিরিজটির নাম ছিল ‘বাদল’। আপাতত কাজটি স্থগিত রয়েছে। পরবর্তী সময়ে কাজটি করার পরিকল্পনা করেছি। মাহফুজ ভাইকে নিয়েও আমরা নতুন করে ভাবছি।”