পরপর দুই সিনেমায় জুটি হয়ে আলোচনায় এসেছেন শরীফুল ইসলাম রাজ ও বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় দেখা গেছে তাদের। বছরের সেরা দুই সিনেমার জুটি তারাই।
এদিকে দুটি সিনেমা দিয়ে প্রশংসা পাওয়া রাজ-মিম জুটি আলোচনায় আছে গোপন সম্পর্কের গুঞ্জনে। কান পাতলেই সিনেপাড়ায় শোনা যাচ্ছে রাজ-মিম প্রেম করছেন। দুজনেই বিবাহিত।
এ নিয়ে রাজের সংসারে অশান্তি চলছে বলেও শোনা যাচ্ছিল বেশ কদিন ধরে। সেই গুঞ্জনকে যেন উস্কে দিলেন রাজের স্ত্রী নায়িকা পরীমনি।
বুধবার দিবাগত রাত ২টার পর পরী ফেসবুকে স্ট্যাটাস দেন৷ সেখানে তিনি রাজ-মিমের দুই সিনেমার পরিচালক রায়হান রাফিকে দালাল বলে আখ্যা দেন। তিনি ইঙ্গিত করেন, তার স্বামীর সঙ্গে মিমের সম্পর্কের পেছনে রায়হান রাফিই সেতু হিসেবে কাজ করছেন।
এছাড়া তিনি মিমকে ট্যাগ দিয়ে লেখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
রাফিকে পরী লেখেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভাল করেন দেখি।’
রাজের উদ্দেশ্যে লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নাই তোমার।’ এরপর তিনি ধন্যবাদ দিয়ে তার স্ট্যাটাস শেষ করেন।
এর আগে ১৩ অক্টোবর ফেসবুকে আরও একটি পোস্ট দেন পরী। পোস্টে তিনি লেখেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনও নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে’। এরপরই একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
শুরু থেকেই বিদ্যা সিনহা সাহা মিম আর নিজের স্বামী শরিফুল ইসলাম রাজকে নিয়ে সন্দেহ করে আসছিলেন। তবে কি সত্যি হতে চলেছে পরীর সন্দেহ?