সিনেমার প্রয়োজনে এবার মার্শাল আর্ট শিখছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। তার পরবর্তী ‘কিল হিম’ সিনেমার জন্যই এই প্রস্তুতি।
এতে মারদাঙ্গা ভূমিকায় দেখা যাবে তাকে। ঢালিউডের আরেক অ্যাকশন হিরো রুবেলের বিপরীতে লড়বেন অনন্ত। তাই নিজেকে ঠিকভাবে পর্দায় উপস্থাপন করতে তার এই প্রচেষ্টা।
অনন্ত জলিল বলেন, ‘অ্যাকশনধর্মী ‘কিল হিম’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। এই সিনেমার জন্য কিছুটা মার্শাল আর্ট শিখতে হচ্ছে। এই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। বডি বিল্ডিং থেকে শুরু মার্শাল আর্ট প্র্যাকটিস করছি। মার্শাল আর্ট নায়ক রুবেল ভাইয়ের সঙ্গে অভিনয় করতে হবে সেই কারণে কিছুটা প্রস্তুতি নিতে হচ্ছে।’
আগামী কিছুদিনের মধ্যে ‘কিল হিম’ সিনেমার শুটিং শুরু হবে।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমাটি।