প্রেম মানুষের জীবনে অনেক রকম পরিবর্তন নিয়ে আসে। প্রেমে পড়লে মানুষের ঘুম ও খাওয়া-দাওয়া এলোমেলো হয়ে যায়। কিন্তু ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘লাভগুরু’ হয়ে জানালেন প্রেমের নতুন তথ্য।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন ‘প্রেমে পড়লে মানুষ হঠাৎ করে সুন্দর হয়ে যায়’। তার এমন পোস্টে মন্তব্য করতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা।
গত ৭ অক্টোবর তার ‘যাও পাখি বলো তারে’ ৩০টি হলে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটি মুক্তি পাবার পর থেকেই বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই অভিনেত্রী।
এর আগে গত ১২ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে মা হওয়ার খবর দেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেই স্ট্যাটাসে মাহি লেখেন ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যববসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।