বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
সোমবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক জানান, জেলা প্রশাসন তাদের গণসমাবেশ করার জন্য বেলস পার্ক ময়দান ব্যবহারের অনুমতি দিয়েছেন।
বরিশালের জেলা প্রশাসক মো. জসীমউদ্দীন হায়দার বলেছেন, ‘তাদেরকে মৌখিকভাবে বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।’
বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান ফারুক বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আবেদনে বঙ্গবন্ধু উদ্যানের পুরোনো নাম ‘বেল পার্ক’ উল্লেখ করা হয়েছিল বলে জানা গেছে। সমাবেশের ভেন্যুর পুরোনো নাম ব্যবহার করায় অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
অনুমতির ব্যাপারে জেলা প্রশাসক বলেন, ‘যেহেতু উদ্যানটির নাম বঙ্গবন্ধু উদ্যান সেহেতু তাদেরকে বেল পার্ক নয় বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তারা মঞ্চসহ যাবতীয় প্রস্তুতির জন্য কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই।’
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, জেলা প্রশাসনের শর্ত মেনে বেলস পার্কে উত্তর-দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে। বরিশাল মহানগর বিএনপি এর আয়োজক।