নাচতে নাচতে বিয়ে করতে চাই: মৌসুমী হামিদ

নায়িকা নয়, নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন লাক্সতারকা মৌসুমী হামিদ। শৈল্পিক গুণ আর নান্দনিক অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন এক দশক ধরে। নেই কোন অহংকার, কোন উচ্চাভিলাষী, কাজ করে যাচ্ছেন আপন মনে।

সম্প্রতি ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন বিষয়ে মৌসুমী হামিদ কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এসময় শাকিব-বুবলী ইস্যুতে তিনি বলেন, ‘দুটো ঘটনাই কেন একরকম হলো? চিত্রনাট্য এক রেখে কেবল চরিত্র বদলালে দর্শক তো বিরক্ত হবেই।’

মৌসুমী জানান, তিনি যখন বিয়ে করবেন, তখন এসব লুকোছাপায় থাকবেন না। ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই করবেন। তার ভাষ্য, ‘আমি বিয়ে-শাদি করলে লুকিয়ে রাখতে চাই না। ঢাকঢোল পিটিয়ে নাচতে নাচতে বিয়ে করতে চাই। বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস। সবাইকে দাওয়াত করে খাওয়াতে না পারি, অন্তত সবার দোয়া তো নিতে পারবো।’

বিয়ে না করলেও মৌসুমী হামিদ প্রেম করছেন, এ কথা কম-বেশি অনেকেই জানেন। তবে সেটা নিয়ে খোলাখুলি মন্তব্য করতে নারাজ। প্রেম নিয়ে তার বক্তব্য, ‘প্রেম আসলে সবাই করতে পারে না। প্রেম করা খুব কঠিন। আমাকে কেন জানি ভালোবাসা স্যুট করে না। কিন্তু দেখা যাক, এবার করে কিনা।’

উল্লেখ্য, সম্প্রতি ‘নয়া মানুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন মৌসুমী হামিদ। এতে সুজলা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *