বিয়ে করছেন গায়ক সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল ও অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। দুজনের প্রেম ও পছন্দকে প্রাধান্য দিয়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুই তারকার ‘মেহেন্দি’ অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
সংগীতশিল্পী প্রীতম হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
সোশ্যালে পোস্ট করা ছবিতে প্রীতম ও শাহতাজকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এ সময় প্রীতম পাঞ্জাবি পরা ছিলেন এবং শাহতাজ ছিলেন গোলাপী রঙের পোশাকে।
কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরা। বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।
আপাতত নিজ নিজ পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন এই দুই তারকা। পরে সময় বুঝে করবেন বড় আয়োজন।
প্রীতম সংগীতশিল্পী হলেও পাশাপাশি নাটক ও ওয়েবফিল্মেও কাজ করছেন। ইতোমধ্যে ‘আড়াল’ ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন তিনি।
এদিকে শাহতাজ মডেল ও অভিনেত্রী। তিনিও শোবিজে নিয়মিত কাজ করছেন। তার অভিনীত একাধিক নাটক দর্শকপ্রিয়তা লাভ করেছে। এছাড়া প্রীতমের ‘যাদুকর’ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।