ঢাকাই সিনেমার তুমুল আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিনের আয়োজন চলছে। এখন শুধু অপেক্ষা অতিথিদের নিয়ে কেক কাটার।
জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন পরীমনি। এর আগে বিমানবালা হয়ে ককপিটের আদলে বানানো মঞ্চ থেকে নেমে এসেছিলেন পরী।
এবার অবশ্য মঞ্চে নির্দিষ্ট কোনো থিমের ইঙ্গিত পাওয়া যায়নি। অ্যাকুয়া ও সাদা রংয়ের থিমে সাজানো হয়েছে আয়োজনস্থল। অতিথিদের ড্রেস কোডেও রাখা হয়েছে রং দুটি।
আমন্ত্রণ পত্রে জানানো হয়েছিল, পুরুষেরা অ্যাকুয়া এবং নারীরা পরবেন সাদা রংয়ের পোশাক।
অনুষ্ঠান ৮টার সময় শুরু হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে আয়োজন শুরু হতে দেরি হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠানস্থলে আসেননি পরীমনি। অতিথিদের সমাগমও অনেকটা কম।
এবারের জন্মদিন অনেক স্পেশাল পরীমনির কাছে। কারণ এবার তিনি কেক কাটবেন স্বামী শরিফুল রাজ ও তাদের একমাত্র সন্তান রাজ্যের সঙ্গে। দুই পরিবারের সদস্যদেরও আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এবারই শেষ। এরপর আর এমন আয়োজন করে নিজের জন্মদিন পালন করবেন না।
দেশের একটি গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘রাজের আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রথম হবে। গতবারও নিয়েছিল কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল। তবে এবারই হয়তো এমন আয়োজনে আমার শেষ জন্মদিন উদযাপন হবে এটি।’
কারণ জানতে চাইলে পরী বলেন, ‘আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’