প্রাক্তন দুই প্রেমিককে আমন্ত্রণ জানালেন সুবহা

‘বসন্ত বিকেল’ ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে। সুবাহ অভিনীত প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত। এই নবাগত নায়িকা এবার দুই প্রাক্তন নাসির, ইলিয়াসসহ তার সকল শুভাকাঙ্ক্ষীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানালেন সুবাহ।

এ প্রসঙ্গে সুবহা সংবাদমাধ্যমকে বলেন, তাদেরকে (নাসির-ইলিয়াস) বউ-বাচ্চা নিয়ে ‘বসন্ত বিকেল’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

‘বসন্ত বিকেল’-এ সুবহাকে একজন আদর্শ প্রেমিকা রূপে দেখা গেছে। নিয়তির নির্মম পরিহাসে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য হয়নি তার। প্রেমের বাঁধন ছিঁড়ে অন্যজনের গলায় মালা দিতে বাধ্য হন তিনি।

পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, বাস্তব জীবনেও আমি সেক্রিফাইজ মাইন্ডের। শুধু দিয়েই গেলাম, নিতে কিছু পারিনি।

এর আগে, ২০১৮ সালে সুবহার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। পরবর্তীতে গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে নায়িকার বিয়ে-বিচ্ছেদ নিয়েও বেশ জলঘোলা হয়েছে। তবে ব্যক্তিজীবনে নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন সুবহা।

প্রসঙ্গত, রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *