ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। নব্বই দশকের তুমুল জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। টানা দুই যুগের বেশি সময় অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন খ্যাতি ও ভালোবাসা। আজকের দিনেই (২৩ অক্টোবর) পৃথিবীর বুকে যাত্রা শুরু করেন তিনি। আজ এই গুণী অভিনেতার ৫৫তম জন্মদিন।
সাংবাদিকতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা মাহফুজ আহমেদ অভিনয়ে এসে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। একের পর এক নাটকে অভিনয় করে অল্প দিনেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন। বিশেষ করে ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘আমাদের নুরুল হুদা’, ‘অতঃপর নুরুল হুদা’ ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় অভিনয় করে আজও দর্শকদের কাছে তিনি নুরুল হুদা হিসেবে রয়ে গেছেন।
শুধু অভিনয় নয়, পরিচালনায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মাহফুজ আহমেদ। তার প্রথম পরিচালিত নাটক ‘তাহারা’। তবে ‘চৈতা পাগল’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আলোচনায় আসেন তিনি। এরপর, ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেও নাট্যপরিচালক হিসেবে সুনাম অর্জন করেন তিনি। পরবর্তীতে প্রচুর নাটক পরিচালনা করেন এই গুণী ব্যক্তিত্ব।
টেলিভিশন নাটকে অভিনয় ও পরিচালনা ছাড়াও বড় পর্দায়ও নিজের যোগ্যতার প্রমাণ দেন মাহফুজ আহমেদ। কাজের কৃতিত্বস্বরূপ একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
২ দশকেরও বেশি সময় অভিনয়ে সরব থাকলেও বেশ কয়েকদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন মাহফুজ আহমেদ। তবে, অভিনয় একেবারে ছাড়েননি। চয়নিকা চৌধুরী পরিচালিত নতুন সিনেমা ‘প্রহেলিকা’ দিয়ে শিগগিরই অভিনয়ে ফিরছেন তিনি।
অভিনয় জীবনের অর্জন প্রসঙ্গে মাহফুজ বলেন, ‘মানুষের ভালোবাসা আমার জীবনের সেরা প্রাপ্তি। মনে করি, যে কারো জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।’
জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনটি এলে মানুষের ভালোবাসার প্রকাশ দেখতে পাই। অনেকের ভালোবাসায় আমি আপ্লুত। সবার কাছে কৃতজ্ঞ।’