চলচ্চিত্রের কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে গোপনে প্রেম-বিয়ে ও সন্তান জন্ম সব মিলিয়ে ‘টক অব দ্য কান্ট্রি’ তিনি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে অনেকেই মুখ খুলেছেন।
বুধবার (১৯ অক্টোবর) একটি রেডিও চ্যানেলের মুখোমুখি হন টিভি অভিনেত্রী ও নির্মাতা ফাল্গুনী হামিদ। সেখানেই তিনি বুবলী-শাকিব ইস্যুতে মুখ খোলেন।
সাংবাদিক, অভিনেত্রী ও নাট্যকার ফাল্গুনী হামিদ বলেন, আমার যেটা মনে হয়, দোষটা শুধু শাকিব খানের একা দিলে আমি বুঝতে পারব না। দোষটা মেয়েদেরও হওয়া উচিত। যেমন, অপু বিশ্বাস যখন ওর (শাকিব) সঙ্গে প্রেম-বিয়ে করেছে, ছেলে হয়েছে, ওরটার যুক্তি ছিল। কারণ তারা একসঙ্গে অভিনয় করেছে, জুটি ছিল। তাদের মধ্যে প্রেম-ভালোবাসা হতেই পারে।
ফাল্গুনী হামিদ বলেন, বুবলী কেন, কেন বুবলী? কারণ তুমি মাত্র এসেছো। তোমার এসেই শাকিবের প্রেমে পড়তে হবে! শাকিব তোমার থেকে কত বড় বয়সে। তুমি নাম-যশের কারণে তার প্রেমে পড়ে একেবারে তার সন্তান গর্ভে ধারণ করতে হবে।
তিনি বলেন, মেয়েরা একজন সুপারস্টারের গায়ে এসে পড়তেই পারে। কিন্তু আমি গ্রহণ করব কেন? আমরা যখন টেলিভিশনে অভিনয় করতাম, কোনোদিক থেকে তো খারাপ ছিলাম না। আমাদের গায়ে এসে পড়েনি কেউ? আমরা কি গ্রহণ করেছি? কীভাবে ত্যাগ করতে হয় আমরা জানতাম। শাকিবেরও এদের ত্যাগ করা উচিত।
তিনি আরও বলেন, তুমি সবাইকে গ্রহণ করছ কেন, পাত্তা দিচ্ছো কেন? তাহলে তো তুমি সুপারস্টারই থাকতে পারো না। সুপারস্টারের একটা জায়গা থাকে, লেভেল থাকে। সেখান থেকে তো নেমে গেলে। এই বিষয়টা তার মাথায় থাকা উচিত। যে আমার কাছে আসবে তাকেই গ্রহণ করব, তাহলে তো তোমার সুপারস্টারের ইমেজ থাকবে না।
এহেন কর্মকাণ্ড ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলে বলেও জানান অভিনেত্রী-সাংবাদিক ফাল্গুনী হামিদ। বলেন, নতুন একজন মেয়ে যদি আসতে চায়, সে খুব সুন্দরী হলে মনে হবে শাকিব আমাকে ক্যাপচার করে কিনা। তার পরিবারের মনে হতে পারে, শাকিবের পাল্লায় ও পড়বে কিনা কিংবা সে শাকিবের গায় পড়বে কিনা। এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না।