ব্যস্ততা যতই থাকুক, দেশের তারকারা সবাই কমবেশি সরব থাকেন ফেসবুকে। ঘরে, বাইরে, শুটিং—যেখানে যা-ই ঘটুক, তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। তেমন কিছু ঘটনা তুলে ধরা হলো।
গায়িকা মমতাজ বেগম প্রায়ই ফেসবুকে নানা রকম পোস্ট করেন। এসব পোস্টে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি উঠে আসে। গতকাল তিনি একটি পোস্ট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।’
ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকারকে এখনো নাকি ফেসবুক মনে করে ব্যাচেলর। সেটাই মজা করে ফেসবুকে ভাগাভাগি করে এই অভিনেত্রী লিখেছেন, ‘ফেসবুক ধরেই নিয়েছে, আমার বিয়ে হয় নাই? নাকি আবার হবে?? বাহ বাহ!’
‘বড় ছেলে’–খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে পোস্ট করেছেন, ‘সর্বদা মনে রাখবেন, যারা হারবে, তাদের গলার জোর বেশি।’
ঢালিউড অনুষ্ঠানে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আপনাদের দিন কেমন যাচ্ছে?’ এই পোস্টে সারা দিয়েছেন দেড় হাজার ভক্ত।
জন্মদিনের আগে ফেসবুকে আইফোনের কয়েকটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে লিখেন, ‘নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।’