এতো ভালোবাসা আমি জীবনে পাইনি: ফারিয়া শাহরিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সবশেষ তিনি আলোচিত হয়েছেন কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয় করে। এই নাটকে তার করা ‘অন্তরা’ চরিত্রটি এখন দর্শকের মুখে মুখে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকা অ্যামাজুরা হলে ব্যাচেলর পয়েন্টের এই চরিত্রের জন্যই পেলেন স্বীকৃতি। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এই অ্যাওয়ার্ড তিনি অন্তরা চরিত্রের প্রতিষ্ঠাতা কাজল আরেফিন অমিকে উৎসর্গ করেছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে সোমবার নিউ ইয়র্ক থেকে ফারিয়া শাহরিন একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এতো ভালোবাসা আমি জীবনে পাইনি। অমি ভাই অন্তরা চরিত্রের জন্ম দিয়েছেন। এতো সুন্দরভাবে আমাকে পর্দায় নিয়ে এসেছেন, এতো ভালোবাসা পাওয়ার সৌভাগ্য করে দিয়েছেন, একটা টেক ওকে না হওয়া পর্যন্ত বারবার শিখিয়েছেন।’

অভিনেত্রী বলেন, ‘আমি আজকে যা যা তার জন্য এই মানুষটার (অমি) কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। উনি পেরেছেন আমার ভেতরের সেরাটা বের করে আনতে। যার ফলে এতো এতো, অজস্র ভালোবাসা পেয়েছি।’

এবারের ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন ইমন, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিন, শাহনাজ খুশি, জিয়াউল হক পলাশ, মডেল মাহমুদা ইয়াসমীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *