সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
তিনি বলেন, ‘যতদিন বেঁচে আছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঁচব। আমি আমার জীবনে নীতি-নৈতিকতার সঙ্গে কখনো আপস করিনি।’
নিজ পরিবারের সদস্যরা আওয়ামী লীগ সরকারের নীতি আদর্শে বিশ্বাসী উল্লেখ করে তথ্য সচিব জানান, তিনি নিজেও এক সময়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি জানান, এমন কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, যেটি অপরাধের। তথ্য মন্ত্রণালয়ের মান সম্মান রক্ষায় সবসময় কাজ করেছেন বলে আবেগ আপ্লুত কণ্ঠে উল্লেখ করেন। নির্ধারিত সময়ের বাইরেও মন্ত্রণালয়ে কাজ করেছেন বলেও জানান এ সচিব।
এ সময় তার বিরুদ্ধে ওঠা সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেন মো. মকবুল হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তারেক রহমানকে আমি সরাসরি কখনো দেখিওনি।
বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিষয় যদি আপনাদের নলেজে আসে তাহলে পত্রিকায় প্রকাশ করবেন এবং খুঁজে বের করে প্রশ্ন করবেন।
আবেগাপ্লুত হয়ে বিদায়ী সচিব বলেন, এরকম অবস্থার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত রবিবার জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। কেন তাঁকে অবসরে পাঠানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ২০২৩ সালের ২৫ অক্টোবর পর্যন্ত চাকরির মেয়াদ ছিল মকবুল হোসেনের।
এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, চাকরির মেয়াদ এক বছর থাকতেই মকবুল হোসেনকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে।