চলচ্চিত্রের লোকদের মধ্যে অশিক্ষা-কুশিক্ষা ঢুকে গেছে: কাজী হায়াৎ

৪৩ বছরের চলচ্চিত্র জীবনে ৫০টির বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন কাজী হায়াৎ। পরিচালনার পাশাপাশি কাজী হায়াৎ চিত্রনাট্যকার এবং অভিনেতা হিসেবেও পরিচিত।

সবাই স্রোতের জোয়ারে গা ভাসিয়ে চললেও কাজী হায়াৎ হাঁটেন তার বিপরীতে। উচিত কথা বলতে পিছপা হন না তিনি, করেন না সমালোচনার ভয়।

আজকাল নতুন নায়কদের নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় কিংবদন্তি ও সুপারস্টার শব্দটি। এ নিয়ে তিনি বেশ বিরক্ত। নেপথ্য কারণ হিসেবে তিনি মনে করেন, অশিক্ষা ঢুকেছে চলচ্চিত্রের লোকেদের মধ্যে।

এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে কাজী হায়াৎ বলেন, ‘আজকাল যার তার নামের সঙ্গে সুপারস্টার শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে। যাকে তাকে কিংবদন্তি বলা হচ্ছে। বিশেষ করে টেলিভিশনের উপস্থাপকরা এটা করে থাকেন। অথচ সুপাস্টারের সংজ্ঞা তারা জানেন? কিংবদন্তি কাকে বলে তারা জানেন? আজকাল এমন অনেককে তারা সুপারস্টার বলেন যাদের চিনিই না, নামও শুনিনি কখনও। সুপারস্টার মানে হলো যার নামের ওপর দর্শক সিনেমা হলে ভিড় করে, যেমন শাকিব খান। তার নামেই সিনেমা চলে।’

এজন্য একটি শ্রেণিকে দায়ী করে তিনি আরও বলেন, ‘একটা শ্রেণি আছে যারা অভিনেতাদের সন্তুষ্ট রাখতে, তাদের মন জুগিয়ে চলতে সুপারস্টার, স্টার বলে থাকে। কিন্তু দুটি ছবি করেই কি সুপারস্টার হওয়া যায়? এসব দেখে রাজ্জাক ভাই আমাকে ফোন করে হাসতেন, দুঃখ করতেন। বলতেন, হায়াৎ কী হচ্ছে এসব? আমি বলতাম, অশিক্ষার ফল। অশিক্ষা ঢুকে গেছে চলচ্চিত্রের লোকেদের মধ্যে। এই অশিক্ষা-কুশিক্ষাই চলচ্চিত্রকে ধ্বংস করে দিল।’

সবশেষে গুণী এই নির্মাতা মনে করেন, এই অপসংস্কৃতির নির্মূল হওয়া উচিত। এজন্য সচেতন শ্রেণির এগিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *