প্রিয়াঙ্কাকে দেখতে হাসপাতালে প্রাক্তন স্বামী, সন্তান বাসায়

বিনোদন ডেস্ক- শুক্রবার রাতে শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ঘটনায় পায়ে প্রচন্ড আঘাত পেয়েছিলেন তিনি। এবার সফল অস্ত্রোপচার হলো এই নায়িকার পায়ে।

 

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার অবস্থা আপাতত স্থিতিশীল। আগামী দু’দিন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। তারপর তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হতে পারে বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

 

জানা যায়, অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে পুত্র সহজকে নিয়ে আলাদা থাকেন প্রিয়াঙ্কা। এ দুর্ঘটনার পর প্রিয়াঙ্কাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাহুল। এ অভিনেতা বলেন—‘প্রিয়াঙ্কার অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। সহজ বাড়িতেই রয়েছে। আপাতত বেশ কয়েকটা দিন বিশ্রামেই থাকতে হবে প্রিয়াঙ্কাকে।’

 

জানা গেছে, গত শুক্রবার (৩ ডিসেম্বর) প্রিয়াঙ্কার শুটিং সেটে হঠাৎ একটি মোটরসাইকেল ঢুকে পড়ে। এই বাইকের চালক মাতাল অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি প্রিয়াঙ্কা ও তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ধাক্কা দেয়। এরপর সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স রে করার পর জানা যায় এই অভিনেত্রীর ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙে গেছে। শনিবার তার ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সাসন সার্জারি করারে সিদ্ধান্ত নেয় ডাক্তার।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিয়াঙ্কার হাড় ঠিক করতে তার পায়ে প্লেট বসানো হয়েছে। পরবর্তীতে হাড় জোড়া লাগলেও প্লেট সরানো হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *