ভেঙে গেল সংগীতশিল্পী পূজার ৪ বছরের সংসার!

বিনোদন ডেস্ক- মিডিয়ায় কাজের সুবাদে পরিচয় জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল অর্ণব অন্তুর। ২০১৭ সালে প্রেমের পালা চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি।

 

চার বছরেরও বেশি সময়ের সংসার জীবন ভালোই চলছিল তাদের। হঠাৎ এই দম্পতির সংসার ভাঙতে চলেছে। তাদের চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন অর্নব অন্তু।

 

শুক্রবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্টাটাসের মাধ্যমে এই কথা জানান অর্নব।

 

অর্নব লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

 

এই স্ট্যাটাসে পূজাকে ট্যাগও দিয়েছেন অন্তু। তবে এই অন্তু বা পূজা কারও সঙ্গেই যোগাযোগ করে সাড়া মেলেনি।

 

স্ট্যাটাসের ব্যাপারে তাৎক্ষণিক পূজার বক্তব্য পাওয়া যায়নি। কেন এ ইঙ্গিতপূর্ণ পোস্ট তাও জানা যায়নি। তবে বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে। অর্ণবের পোস্টের মন্তব্য থেকে তার ধারণা পাওয়া যাচ্ছে। হঠাৎ এ সিদ্ধান্তের কারণ খুঁজছেন অনেকেই।

 

‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে সংগীত জীবন শুরু করেন পূজা। এরপর অ্যালবাম এবং প্লে-ব্যাক করে নিজের পরিচিতি বাড়িয়েছেন তিনি। ২০১৬ সালের পূজার গাওয়া ‘অবুঝ পাখি’ গানের মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেখান থেকেই বন্ধুত্ব, পরিণয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *