শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর সংবাদদাতা- সিঙ্গাপুরে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিঙ্গাপুর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমের নিজ বাসায় আয়োজন করা হয় কেক কাটা এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সিঙ্গাপুর শ্রমিক লীগের সভাপতি রেজাউল করিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করেন। নেতৃবৃন্দরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত শ্রমিক লীগ। সংগঠনটি বাংলাদেশের মেহনতী মানুষের অধিকার আদায়ে জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় শ্রমিক লীগের সকল শ্রমিককে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সিঙ্গাপুর শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ জয়নুল আবেদীন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোয়াজ্জেম, জুনায়েদ ইমরান, তোফায়েল বেলায়েত সাঈদ জহুরুল।
ভিডিও কনফারেন্স উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলেক খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত রাসেল ও জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন বাদল।