আন্তর্জাতিক ডেস্ক- মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, আগামী ১৪ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সেলাঙ্গর, কুয়ালালামপুর এবং পুত্রজায়া কোভিড-১৯ শর্তাধীন আন্দোলন নিয়ন্ত্রণ আদেশের (এমসিও) অধীনে রাখা হবে।
তিনি বলেন, কোভিড-১৯ ইতিবাচক মামলার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির কারণেই নিয়ন্ত্রণ আদেশে আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংক্রমণের আরও বিস্তার রোধে জাতীয় সুরক্ষা কাউন্সিল সেলানগর, কুয়ালালামপুর এবং পুত্রজায়ায় শর্তাধীন এমসিও আরোপ করতে সম্মত হয়েছে।
সোমবার এক ব্রিফিং মন্ত্রী জানান, এটি আগামী ১৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত কার্যকর হবে।
জানা গেছে, এই লকডাউনে মালয়েশিয়ার সকল ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা এবং সামাজিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে কলকারখানা স্বাভাবিকভাবে চলবে। এক জেলা থেকে অন্য জেলা বা প্রদেশে যাওয়া যাবে না। তবে সাধারণ শ্রমিকরা তাদের মালিকের কাছ থেকে অনুমতি পত্র নিয়ে যে কোন জেলায় যেতে পারবেন।
প্রতিটি পরিবার থেকে ২ জন বাহিরে গিয়ে মুদির দোকান থেকে মালামাল কিনতে পারবেন।
এর আগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বলেছিলেন পুরো মালয়েশিয়া লকডাউন করার পরিকল্পনা নেই। সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার জারি করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা।