মির্জা ফখরুলের বাসায় ডিম নিক্ষেপ: বিএনপির ১১ নেতাকে বহিষ্কার

নজর২৪ ডেস্ক- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ডিম নিক্ষেপের ঘটনায় বিএনপির পক্ষ থেকে সরকারকে দায়ি করা হয়েছিল। তবে এ ঘটনায় জড়িত থাকায় তারা নিজ দলের ১১ কর্মীকে বহিষ্কার করেছে।

 

সোমবার ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সাধারণ সম্পাদক এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

 

ঢাকা-১৮ আসনে মনোনয়ন বঞ্চিত এক প্রার্থীর সমর্থকরা শনিবার বিকেলে উত্তরায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে অবস্থান নিয়ে দলের মনোনীত প্রার্থী এস এস জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দেন। এ ছাড়া তারা মহাসচিবের বাসভবনে ডিম ছুড়ে মারেন তারা। দলের মহাসচিবের বাসায় ডিম নিক্ষেপকারীরা ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি কফিল উদ্দিনের সমর্থক ছিলেন।

 

দলের মহাসচিব যখন দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন তখন এ হামলা চালানো হয়।

 

এরপর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, সরকার দলীয় লোকজন এই হামলা চালিয়েছে।

 

রবিবার ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরায় দলের মহাসচিবের বাসায় গিয়ে হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে এ ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার করেন তারা। এ সময় জাহাঙ্গীর ও বৃহত্তর উত্তরার সাতটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হামলাকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। তার একদিন পর এ বহিষ্কারাদেশ এল।

 

সোমবার বিএনপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, দক্ষিণখান থানা বিএনপির সহসভাপতি ফুল ইসলাম, দক্ষিণখান থানা বিএনপির সদস্য নাজিম উদ্দিন দেওয়ান, দক্ষিণখান থানার ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ, দক্ষিণখান থানার ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছ, দক্ষিণখান থানা বিএনপির সদস্য আমজাদ হোসেন, উত্তরা পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উত্তরখান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মাদ, উত্তরা পূর্ব থানা যুগ্ম সম্পাদক এম এ হান্নান, একই থানার দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল কাদের স্বপন, শ্রমবিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

 

জানা গেছে, হামলার ঘটনা কারা কারা উপস্থিত ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করা হয়। ঘটনায় জড়িত থাকার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এসব নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *