নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ধর্ষণের মামলার এক আসামিকে ডিবি পরিচয়ে রাজধানী থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন নাজমুলের মা মাসুমা বেগম বকুল।
নাজমুল মামলার ৫ নম্বর আসামি এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি।
এ বিষয়ে জানিয় নাজমুলের মা বলেন, রোববার দুপুর ২টা ১০ মিনিটের দিকে মগবাজারের মডার্ন হারবালের অফিস থেকে নাজমুলকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। এক চাকরির ইন্টারভিউ দেয়ার জন্য সে ওখানে গিয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন বলেন, আমার বিষয়টা জানা নেই। তবে এখন ওর পরিবারের সাথে কথা বলে খোঁজ নিচ্ছি।
এদিকে নাজমুলের বিষয়ে জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মনিরুল ইসলামকে মোবাইলে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এমন কোনো বিষয়ে জানা নেই।