সরকারি মদদে মির্জা ফখরুলের বাসায় হা’মলা হয়েছে: রিজভী

নজর২৪, ঢাকা- ঢাকা-১৮ আসনের দলীয় মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম ও পাথর করেছে। এ ঘটনায় সরকারের ইন্ধন দেখছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

 

শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনার পর দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।

 

এদিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিকালে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে কিছু উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করে। সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় এই ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে ধারণা করা হয়। হামলার নিন্দা জানিয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি।’

 

রিজভী দাবি করেন, ‘বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারী চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা এই হামলা চালিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *