বাড়ির ওপরে হাঁটতে না দেয়ায় ৪ শিশুর বিরুদ্ধে ধ.র্ষ.ণ মামলা!

নজর২৪, বরিশাল- বরিশালের বাকেরগঞ্জে চার শিশুকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তাদের অভিযোগ বাড়ির ওপর দিয়ে প্রতিবেশীকে হাঁটতে না দেয়ার প্রতিশোধ নিতেই এ মামলা দায়ের করা হয়েছে।

 

নাবালক চার শিশুর স্বজন ও এলাকাবাসী জানান, রুনশী গ্রামে ধর্ষণ মামলার আসামিপক্ষের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতেন বাদীপক্ষ। তাদেরকে বাড়ির ওপর দিয়ে যাতায়াতে বাধা দেয়া হয়। এ কারণে ওই বাড়ির চার নাবালক শিশুদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয়া হয় বলে দাবি।

 

স্বজন ও এলাকাবাসী জানায়, তাদের বাড়ির ওপর দিয়ে হাঁটতে না দেয়ায় এ মামলা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তবে মামলার বাদীপক্ষের দাবি তাদের কোনো বিরোধ নেই ।

 

মামলার বাদীর স্ত্রী ও নির্যাতিতার মা বলেন, আমাদের এ রকম জমিজমা নিয়ে কোনো বিরোধ ছিল না। তারা বাঁচার জন্যে এখন নানা কথা বলছে।

 

বরিশালের এসপি মো. সাইফুল ইসলাম বলেন, এখানে পুলিশে যদি কোনো গাফিলতি থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

প্রসঙ্গত, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে খেলার ছলে শিশুকন্যা ধর্ষণের অভিযোগে গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের পর ওই ৪ শিশুকে গ্রেফতার করে পুলিশ। ৭ অক্টোবর তাদের আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদের যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ৯ অক্টোবর উচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তাদের জামিনের জন্য সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেন।

 

বাকেরগঞ্জের ইউএনও মাধবী রায় জানান, উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিশুদের অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। শুক্রবার সকাল ৯টার মধ্যে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ইউএনওসহ বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শুক্রবার সকালে শিশুদের অভিভাবকের কাছে নিয়ে গেলে সেখানে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানদের মা-বাবাসহ স্বজনরা। এ সময় শতশত গ্রামবাসী সেখানে উপস্থিত থেকে শিশু ও তাদের অভিভাবকদের সান্ত্বনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *