নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে করা দায়েরকৃত ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে আমরণ অনশনরত সেই ঢাবি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি চিকিৎসক টিম তাকে চিকিৎসা প্রদান করছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে টানা ২৭ ঘণ্টা অনশনের কারণে সে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে না গিয়ে সেই শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশেই অনশন চালিয়ে যাচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. শেখ মো. আল আমিন বলেন, টানা না খেয়ে থাকায় তার শরীরের হাইপোগ্লাসেমিয়া ও হাইপোভোলেমিয়া কমে গেছে। ফলে বিবি ফল করেছে। বমি হচ্ছে। যার জন্য তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
এদিকে অনশনরত সেই শিক্ষার্থী বলেন, আমার ধর্ষণের বিচার দাবিতে এখানে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।
এর আগে অনশনরত এই শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘ধর্ষণ একটি মহামারিতে পরিণত হয়েছে। এখানে আমিও একজন ভুক্তভোগী। প্রথমে লালবাগ কোতয়ালী থানায় মামলা করেছি। এখন পর্যন্ত কোন আসামিই গ্রেফতার হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবিতে আমার আমরণ অনশন কর্মসূচি।
উল্লেখ্য, এর আগে ২০ সেপ্টেম্বর রাতে রাতে লালবাগ থানায় ধর্ষণ ও এতে সহযোগিতা করার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের (সাময়িককভাবে অব্যাহতি প্রাপ্ত) আহ্বায়ক হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকির বিরুদ্ধে মামলা করা হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসান আল মামুনকে। আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়।
এর পর ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার ৬ সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ধর্ষণে সহযোগিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের অভিযোগে শাহবাগ থানায় সাইবার বুলিংয়ের অভিযোগে আরও একটি মামলা দায়ের করে সেই ঢাবি ছাত্রী।