স্পোর্টস ডেস্ক- শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে জাতীয় দলের ক্যাম্পে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাকে ডাকা হয়নি। যেহেতু টেস্ট সিরিজ ছিল মাশরাফির ডাক না পাওয়াটাই অনুমিত ছিল। তবে শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানেও উপেক্ষিত ছিলেন। থাকছেন না তিন দলীয় ওয়ানডে সিরিজেও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানালেন, তিন দলীয় সিরিজ ছাড়া পরবর্তী সব টুর্নামেন্টেই খেলবেন মাশরাফি।
মাশরাফির থাকা না থাকা নিয়ে গত কয়েক দিন ধরেই গণমাধ্যমে বেশ আলোচনা চলছে। খবর বেরিয়েছে মাশরাফি এই টুর্নামেন্ট নিয়ে কিছু জানতেন না। তাকে কিছু জানানো হয়নি আগে থেকে। মাশরাফি চার দিনের ম্যাচও খেলতে চান। আজ মঙ্গলবার বিকেলে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানান, ফিটনেস-কোয়ারেন্টিনের জন্যই মূলত মাশরাফি এই তিন দলের এই টুর্নামেন্টে খেলতে পারছেন না। পরবর্তী সব টুর্নামেন্টেই মাশরাফি খেলবে।
পাপন বলেন, ‘তিন দলের টুর্নামেন্টায় খেলবে না কিন্তু টি-টোয়েন্টিতে খেলবে। তিন দলেরটায় যে খেলবে না, ও যে খেলতে চায়না তা না। ওর প্রস্তুতি, ও আসলে হঠাৎ করে শুনেছে। প্রথম কথা হলো ওদের তো কোয়ারেন্টিন রাখতে হবে। কোয়ারেন্টিন ও ওর প্রস্তুতি, ফিটনেস এসবে সময় লাগবে সেজন্য। কিন্তু এরপর যেকোনো টুর্নামেন্টেই ও খেলবে।’
বিসিবি সভপতি বলেন, ‘আমরা ১১ অক্টোবর থেকে একটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছি। তিনটা দল করছি আমরা। এটা ওয়ানডে টুর্নামেন্ট হবে। এবং তিনটা দলে সর্বোচ্চ যে কয়জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারি করেছি। এবং শর্ত হচ্ছে প্রতি দল (১৫ জন করে প্লেয়ার) দুটে করে ম্যাচ পেতে হবে। এরকম কিছু শর্ত দিয়ে আমরা দল করেছি। দল তিনটি খুবই সুন্দর হয়েছে আমাদের ধারণা। ফাইনালটা আমরা টিভিতে দেখানোর পরিকল্পনা করছি। এর আগ পর্যন্ত প্রত্যেকটা খেলা লাইভ স্ট্রিমিং তো হবেই রেডিওসহ আরো বিভিন্ন মাধ্যমে প্রচার করতে চাচ্ছি।
‘তামিম একটা দলের সঙ্গে আছে, ও নেতৃত্ব দিচ্ছে। মুশফিকও একটা দলের সঙ্গে আছে কিন্তু ও নেতৃত্ব দিতে চাচ্ছে না। ওই দলের নেতৃত্ব দিবে শান্ত। আরেকটা দল আছে, ওই দলের নেতৃত্ব দিবে মাহমুদউরল্লাহ রিয়াদ। তিনটা দলই ভালো দল হবে।’ যোগ করেন বিসিবি বস।