নজর২৪, সিলেট- বুকে ধানের শীষ প্রতিক নিয়েই এবারও সিসিকের বাজেট পেশ করেন মেয়র আরিফুল হক চৌধুরী। শুধু তাই নয় বুকে ধানের শীষ সম্বলিত পাঞ্জাবি পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন মেয়র।
মেয়রের ডাবল স্ট্যন্ডার্ড ভূমিকায় অনেককেই কানাঘুষা করতে দেখা যায়। লিখিত বক্তব্যে মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নিকটও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০-২০২১ অর্থবছরের জন্য এ বাজেট পেশ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা অনুষ্ঠানটি নগর ভবনের সম্মেলন কক্ষ থেকে জুম ক্লাউড, সিসিকের ফেইজবুক পেইজ ও সিলেট ক্যাবলস সিস্টেমস প্রাইভেট লিমিটেডে সরাসরি সম্প্রচার করা হয়।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ২০১৯ সালে করোনা মহামারী শুরুর আগে সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ ১২শ ২৮ কোটি একনেকে পাশ করা হয়। এজন্য সিটি কর্পোরেশন তথা সিলেটের আপামর জনগনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি, স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলকে।
সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর সম্মানিত নাগরিকবৃন্দকে অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এবার সর্বমোট ৭৪৩ কোটি ৫৫ লক্ষ ৯৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে।