ঢাকা ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
চিত্র বিচিত্র ডেস্ক- ২৫ দিন ধরে থানার লকআপে আটকে রাখা হয়েছে দুইটি মুরগিকে! এ অভূত ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গনার খম্মম জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি কয়েকজন জুয়াড়িসহ এই মুরগি দুইটিকে আটক করা হয়। এরপর জুয়াড়িরা জামিনে বেরোলেও মুরগি ২টি সেখানকার মিডিগন্ডা থানার লকআপে রয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
জানা গেছে, সংক্রান্তি উপলক্ষ্যে মুরগির লড়াইয়ের খেলা চলছিল। কিন্তু সেখানে বাজি ধরে খেলা চলছিল। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করে। সেই সঙ্গে দুটি মুরগি ও একটি বাইক বাজেয়াপ্ত করে।
পরে সমস্ত বুকি জামিন নিয়ে চলে যায়, কিন্তু তাঁরা কেউ মুরগির দাবি করেনি। এবার প্রমাণ হিসেবে মুরগি রয়ে গিয়েছে থানাতেই। লকআপে তালা বন্ধ করে রাখা হয়েছে মুরগি দুটিকে।
এবার তবে কী হবে? পুলিশ জানাচ্ছে, এই কেসের শুনানির পরে তবেই মুরগিগুলিকে ছাড়া যেতে পারে। মুরগিগুলিকে ছাড়ার আদেশ দেওয়া হলে মুরগিগুলিকে নিলামে তোলা হবে বলে জানানো হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, যিনি নিলামে বেশি টাকা দেবেন, তাঁকেই ওই মুরগির মালিকানা দেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক: নির্মল কুমার বর্মণ
ইমেইল: nojor24@gmail.com
যোগাযোগ: ১৮৫ নতুন এলিফ্যান্ট রোড, রোজ ভিউ প্লাজা, ঢাকা-১২০৫। © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | Developed By Bongshai IT